Return Policy

রিটার্ন পলিসি
আমরা আমাদের পণ্যের গুণমানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো কারণে আপনি সন্তুষ্ট না হলে, নিচের নীতিমালা অনুযায়ী রিটার্ন ও রিফান্ড করা যাবে:

✅ রিটার্নের শর্তাবলী:


পণ্য ডেলিভারির ৩ দিনের মধ্যে রিটার্নের অনুরোধ করতে হবে।

পণ্যটি অবশ্যই অক্ষত, ব্যবহার না করা এবং মূল প্যাকেজিংয়ে থাকতে হবে।

খাবার বা মেয়াদ-সীমাবদ্ধ পণ্য শুধুমাত্র ত্রুটিপূর্ণ থাকলেই রিটার্নযোগ্য।

ভুল পণ্য বা ক্ষতিগ্রস্ত পণ্য ডেলিভারির প্রমাণ (ছবি/ভিডিও) পাঠাতে হবে।